আজ শুক্রবার বোয়ালখালীর আহলা দরবার শরীফ প্রাঙ্গণে শাহ ছুফি আবু জাফর সৈয়দ মো. সেহাব উদ্দিন খালেদ (র.) আল কাদেরী আল চিশতীর বার্ষিক ওরশ মাহফিল। এতে নছিহত করবেন দেশের খ্যাতনামা ওলামায়ে কেরামগণ। কর্মসূচির মধ্যে রয়েছে : খতমে কোরআন, কেরাত, হামদ–নাত–গজল, জিকিরের মজলিস ও আলোচনা অনুষ্ঠান। শেষে আখেরী মোনাজাত পরিচালনা করবেন শাহজাদা শাহ ছুফি সৈয়দ মো. আবরার ইবনে সেহাব উদ্দিন খালেদ (র.) আল কাদেরী আল চিশতী। প্রেস বিজ্ঞপ্তি।