ইচ্ছে যাপন আনজানা ডালিয়া | বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ আমি যাই না তোমাদের চাতুরীর রঙে আমি থাকি জীবনের নিজস্ব ঢঙ্গে, যে যেভাবে চলে ফিরে আনন্দ পায় সেখানে অন্য কেউ সুখানুভুতি হারায়, কেউ বলে তুমি এ সমাজে বেমানান আমি বলি সহজতায় আমার জয়গান, সময়ের কারনে বদলেছে ইচ্ছে যাপন বদলে যাওয়াই আমার সুখের কারণ।