তিনি একজন

কল্যাণ বড়ুয়া | বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

স্বাধীনতা!

তুমি লাল সবুজের পতাকা তলে

দাঁড়িয়ে দীর্ঘ অর্ধ শতক পেরিয়ে

বাঙলার বুকে খুঁজে ফেরো তোমার

প্রাপ্তি?

ভেবেছো কি একবারো?

তোমাকে পাবার জন্যে যে মানুষটি

তিল তিল করে স্বপ্ন দেখেছে,

জীবনের অর্ধেকটা সময় কাটিয়েছে

কারাগারের অন্ধকার প্রকোষ্টে,

হাজারো অত্যাচার নির্যাতন সহ্য করে

তোমাকে ছিনিয়ে এনেছে বাঙলার বুকে।

কোথায় তিনি?

আমরা তাকে নির্মমভাবে হত্যা করেছি

বিশ্বাসঘাতক হয়ে,

যেমন বাঙলার নবাব

সিরাজদৌলাকে হত্যা করেছিলো

মীরজাফর।

কলঙ্কের কালিমায় ঢাকা পড়েছিলো

বাঙলা। কলঙ্ক হতে আজো পারিনি

মুক্ত হতে।

স্বাধীনতা !

তুমি চোখ মেলে চেয়ে দেখো,

আমরা আজো খাঁটি বাঙালি হতে

পারিনি।

জাতির জনককে ভুলতে বসেছি,

বাংলা ভাষাকে মায়ের ভাষার মর্য়াদা

দিতে পারিনি, সাম্প্রদায়িকতার বীজকে

ঊপড়ে ফেলতে পারিনি, শহীদদের

রক্তের মর্যাদা দিতে পারিনি।

স্বাধীনতা !

তুমি কাউকে বিশ্বাস করতে পারো না।

শুধু তাকিয়ে আছো একজনের দিকে,

যে শুধু বাঙলার স্বপ্ন দেখে।

যে তার সবগুলো শোককে শক্তিতে

পরিনত করে তাকিয়ে আছে

লাল সবুজের পতাকার পানে,

যেখানে তোমার অস্তিত্ব।

সে আর কেউ নয়,

জাতির জনকের কন্যা আমাদের আপনজন

জননেত্রী শেখ হাসিনা।

পূর্ববর্তী নিবন্ধআঞ্চলিক ছড়া
পরবর্তী নিবন্ধইচ্ছে যাপন