নগরীর পতেঙ্গা মাইজপাড়ায় হযরত মঈনুল কবির হাফেজ জান আলী শাহ আদর্শ মাদরাসার বার্ষিক সভা, পুরস্কার বিতরণ ও পাগড়ি প্রদান অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ইকবাল হুছাইনের সভাপতিত্বে ও এস এম সাজ্জাদ আলম মুন্নার পরিচালনায় এতে মেহমানে আলা ছিলেন আওলাদে রাসূল (সা.), আওলাদে গাউছে পাক আল্লামা শাহসুফি সৈয়দ তানবীর হাদী মাইজভাণ্ডারী। প্রধান অতিথি ছিলেন ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছালেহ আহমদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন সুফি গবেষক কামরুল ইসলাম রাশেদ মাইজভাণ্ডারী। অতিথি ছিলেন মাওলানা এখলাছুর রহমান আল কাদেরী, মাওলানা আবদুর রহিম, মাওলানা মাহবুবুল আলম আল কাদেরী, এস এম হাসান, হাফেজ মাওলানা নেজাম উদ্দিন, হাফেজ মো. আক্কাস, মহিউদ্দিন দিদার, ডা. সোলতান, ফোরকান ভাণ্ডারী, আরিফ রাহাত, সোহেল, খাজা শরফুদ্দিন, জিয়াউল আজিম সুমন, মাওলানা আবদুর রহমান রশিদী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












