শ্রীপুর রক্ষাকালী বাড়ির দ্বিশতবর্ষ পূর্তি উৎসবে শোভাযাত্রা

| শনিবার , ২২ অক্টোবর, ২০২২ at ১২:৩০ অপরাহ্ণ

বোয়ালখালীর উপজেলার ৮নং শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়নের প্রাচীনতম শ্রীপুর শ্রীশ্রী রক্ষাকালী বাড়ির দ্বিশতবর্ষ পূর্তি উৎসব উপলক্ষে গতকাল শুক্রবার বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা শিক্ষানুরাগী মোহাম্মদ ইউনুছ। বিশেষ অতিথি ছিলেন এ নূর ব্লসম স্কুলের প্রধান শিক্ষক সেকান্দর আলম বাবর।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর রক্ষাকালী বাড়ি পরিচালনা পরিষদের সভাপতি রতন চৌধুরী, সাধারণ সম্পাদক অরূপ পাল, শ্রীপুর কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক অমল কান্তি দে, অর্থ সম্পাদক স্বপন দাশ, নটন চৌধুরী, টিংকু চৌধুরী, টুটুল কান্তি ভক্ত, রঞ্জন পাল, সুধীর তালুকদার, শ্যামল পাল, টিসু চৌধুরী, এস প্রকাশ পাল, পলাশ মল্লিক, অসীম পাল, শ্রীকান্ত দে, রতন দে, উত্তম ভক্ত লিটন, বাসু মল্লিক, সুনীল মজুমদার, মিথুন চৌধুরী চন্দন, পলাশ বোস, দিলীপ নাগ, সৃজন চৌধুরী, রণ মল্লিক, ছোটন পাল, অলক মজুমদার, সঞ্জয় ভক্ত, শ্রীকান্ত মজুমদার, আশীষ দাশ, সুমন ঘোষ, মিন্টু চৌধুরী পলাশ, মৃদুল নাথ, পলাশ চৌধুরী, শংকর বিশ্বাস, প্রিয়া মল্লিক প্রমুখ। শোভাযাত্রাটি গাড়ির বহর নিয়ে বাদ্যযন্ত্র সহকারে বোয়ালখালীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষক শ্রীদাম চন্দ্র বর্তমান সময়ের অনুকরণীয় আদর্শ
পরবর্তী নিবন্ধবিভিন্ন স্থানে কঠিন চীবর দানোৎসব