দুর্নীতির অভিযোগ থেকে মুক্তি পেলেন ব্ল্যাটার-প্লাতিনি

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৯ জুলাই, ২০২২ at ৮:৪০ পূর্বাহ্ণ

দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হয়েছিলেন ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার এবং উয়েফার সাবেক সভাপতি মিশেল প্লাতিনি। গত জুনে সুইজারল্যান্ডে তাদের বিচারের মুখোমুখি করা হয়। বিচারে দুজনের বিরুদ্ধে ‘অভিযোগ প্রমাণিত হয়নি’ বলে রায় দিয়েছেন আদালত। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিসিবি’ এমনটাই জানিয়েছে। এদিন আদালতে হাজির হওয়ার সময় ব্ল্যাটার বলেন, ‘আমি নিষ্পাপ নই, কিন্তু এই দুর্নীতির অভিযোগের ব্যাপারে আমি অবশ্যই নির্দোষ। গত ৮ জুন ব্ল্যাটার ও প্লাতিনির উপর আনীত অভিযোগের বিষয়ে শুনানি শুরু হয়। আদালতে দোষী সাব্যস্ত হলে তাদের জেল বা জরিমানা হতে পারতো। তবে কোনোরকম দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ অবশ্য বরাবরই অস্বীকার করে এসেছেন একসময়ে বিশ্ব ফুটবলের প্রভাবশালী এই দুই কর্মকর্তা। সুইস প্রসিকিউটরদের অভিযোগ ছিল, ২০১১ সালে প্লাতিনিকে বেআইনিভাবে ২০ লাখ ইউরো প্রদান করেছিলেন ব্লাটার। গত নভেম্বরে তাদের অভিযুক্ত করা হয়। এর আগে ২০১৫ সালের সেপ্টেম্বরে ব্যাপক দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করে ফিফার এথিক্স কমিটি। তদন্ত শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় দু’জনকেই ফুটবল সংক্রান্ত সব ধরনের কর্মকান্ড থেকে আট বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। পরে তা কমিয়ে ছয় বছর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধশেখ জামাল-সাইফ স্পোর্টিং ম্যাচ ড্র
পরবর্তী নিবন্ধশেষ ম্যাচটাও জেতা হলো না বাংলাদেশের