সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ত্রিতরঙ্গ আয়োজন করেছিল প্রবীণদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ঈদ উপহার, শিশুদের ঈদ পোশাক, ইফতারি বিতরণ। সমাপনী অনুষ্ঠানে গত ২৫ এপ্রিল সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ত্রিতরঙ্গ শিশুমেলার শিশুদের ঈদ পোশাক বিতরণে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব মো. আশরাফ উদ্দিন। ত্রিতরঙ্গের প্রতিষ্ঠাতা শাওন পান্থের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ পর্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চট্টগ্রাম বিভাগের প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম এবং বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার, ওয়ার্ড কমিশনার মোরশেদ আলম ও কবি–সাংবাদিক নাজিম উদ্দিন শ্যামল। বিভিন্ন পর্বে বিতরণে অংশ নেন সাংবাদিক ওসমান গনি মনসুর, অধ্যাপিকা এলিজাবেথ আরিফা মোবাশ্বিরা, ড.আনোয়ারা আলম, ফ্যাশন ডিজাইনার আমিনা রহমান, কবি কমরে আলম, সাংবাদিক ডেইজি মউদুদ, নাট্যব্যক্তিত্ব শুভ্রা বিশ্বাস, হাসিনা আক্তার লিপি, জাহাঙ্গীর খালেদ, নাসরীন ইসলাম, অনামিকা তালুকদার, মিলি চৌধুরী, নাসিমা আক্তার ডেইজী, শিল্পী সুবর্না রহমান, আদিবা ওয়াদুদ, মৌসুমী রহমান মিতা, অনিমেষ শর্মা প্রমুখ। বিভাগীয় কমিশনার মো. আশরাফ উদ্দিন তিন দিনব্যাপী ত্রিতরঙ্গের আয়োজন থেকে সমাজ যেমন উপকৃত হবে তেমনি সেবামূলক কাজে সংশ্লিষ্ট থেকে যুবসমাজও সুপথে পরিচালিত হবে। প্রেস বিজ্ঞপ্তি।