বালুছড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

দুর্ঘটনা নাকি আত্মহত্যা?

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ মার্চ, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

দুর্ঘটনা নাকি আত্মহত্যা? গতকাল বৃহস্পতিবার বায়েজিদ বোস্তামি থানার বালুছড়া রেলবিট এলাকায় পাওয়া ঝিনুক রাণী দের (৪০) মরদেহ নিয়ে এ ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। পুলিশ ধারণা করছে এটা দুর্ঘটনা। অন্যদিকে ঝিনুকের পরিবারের ধারণা এটা আত্মহত্যা।
ষোলশহর রেলওয়ে জিআরপি ফাঁড়ির পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বালুছড়া রেলক্রসিং পারাপারের সময় চট্টগ্রামে ফেরা নাজিরহাট ডেমু ট্রেনে কাটা পড়ে ঝিনুক রানী নামে ওই নারী নিহত হন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত ঝিনুক ওই এলাকার মৃত বন্ধন দের স্ত্রী।
অন্যদিকে ঝিনুকের পরিবারের সদস্যদের ধারণা, মানসিক ভারসাম্য হারিয়ে ‘আত্মহত্যা’ করেছেন তিনি। ঝিনুকের ছেলে নিশান দে বলেন, কয়েকদিন ধরে মা খুব খিটখিটে হয়ে ছিলেন। ভালো কথা বললেও সবার সাথে রেগে যাচ্ছিলেন। অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ছিলেন। আজকে (বৃহস্পতিবার) দুপুরে বাসা থেকে বের হন, বিকেলে পুলিশ আমাদের খবর দেয়। গিয়ে দেখি ট্রেনে কাটা পড়েছেন আমার মা।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিকামী মানুষের মিলন কেন্দ্র ধানমণ্ডির ৩২ নম্বর বাড়ি
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা পেয়েছি একটি স্বাধীন দেশ : ইঞ্জিনিয়ার মোশাররফ