কী ছিল তার তর্জনীতে কী ছিল তার ভাষণে
কেমনে আসীন হলো মুজিব শ্রেষ্ঠ বীরের আসনে
কোন সাহসে ঝাঁপ দেয় মুজিব গনগনে ওই আগুনে
কীভাবে তার কাটতো সময় বসন্ত বা ফাগুনে
কার বজ্র হুংকারেতে কোন হানাদার বাহিনী
ভয়ে কাঁপতো থরো থরো শুনবে কি সেই কাহিনী?
তিনি তো এক সূর্যশিখা সর্বশ্রেষ্ঠ বাঙালি
তার কাছে সব পাক হানাদার পুঁচকে বিড়াল কাঙালি
চীন পাকিস্তান আমেরিকা তার সাথে কেউ পারে নি
লড়েছিল বীরের মতোই কোথও মুজিব হারে নি।
বিপদ আসলে বাঙালিরা তারই নামে জাগবে
লড়াই লাগার শক্তি দেখে শক্রু দূরে ভাগবে
দুর্মুখেরা যতই করুক ষড়যন্ত্র ঈর্ষে
চিরদিনই থাকবে মুজিব সবার ওপর, শীর্ষে।