মুক্তি পতাকার

আনোয়ারুল হক নুরী | বৃহস্পতিবার , ১৭ মার্চ, ২০২২ at ৬:৪৭ পূর্বাহ্ণ

কে দিয়েছে তোমার গলায় বিজয় সোনার হার ।
সিংহ-পুরুষ দুঃসাহসী জন্ম কোথায় এমন ছেলে কার?
বঙ্গভুমির অঙ্গে মাটি মেখে টুঙ্গি পাড়ায় –
লুঙ্গি পড়ে এল ছেলে শির উঁচিয়ে দাঁড়ায়।
দামাল ছেলে সামাল দিল হানাদারের রক্ত খেলার ছলা।
বলত মাগো কেমন ছেলে ? জানতো কেমন কথার শিল্পকলা।
ইতিহাসের রাখাল রাজা বাজায় হাতে “মুক্তি” বাঁশির সুর।
মুক্তি গানে যুক্তি ছিল “”জয় বাংলা” -নয়কো সমুদ্দুর।
জানি মাগো বংগ দেশের অংগ গড়ে দামাল ছেলের হাতে ।
তাইতো বলি বংগবন্ধু শেখ মুজিবুর আছে সবার সাথে।
লজ্জা কেন, – মুজিব জয়ের জনক বলা জাতির জনম সার।
জনম জনম থাকবে মাগো এই দাবীটা মুক্তি পতাকার ।

পূর্ববর্তী নিবন্ধসূর্যশিখা
পরবর্তী নিবন্ধঅবিনাশী প্রিয়