অচেনা অথচ তীব্র বিজাতীয় ঠাণ্ডা পারদ,
অগ্নিভ সময় নেমে গেছে সমস্ত শরীর বেয়ে
হিমবাহ তরল গলিত লাভার মতো দেখতে
কন্যাকুমারী থেকে পদ্মার গাঙচরে থেকে থেকে
বহুদূর থেকে উড়ে আসে খুনে রাঙা শকুনের ঝাঁক।
এ সময় দাওয়ায় বসে একমনে শুনি আর জেনে নিই
কোমল গান্ধার কেমন নিশীথ লয়ে একমনে গায়
মনসার পাঁচালী, পুরান কাহিনি আর প্রাচীন পুঁথির গান
তার ভাষ্যে ছিলো প্রপিতামহের আমূল বদলে যাওয়া
নিষ্ঠুর অচেনা কোরাসের সুর, যা ছিলো খুনের মতো
শৈল শাস্ত্রের পাতায় লিপিবদ্ধ পোস্টমর্টেম আর কফিন কাহিনি।
ভীষণ তীক্ষ্ণ সন্ধ্যা সাগরে ভেসে উঠে ডুবন্ত জাহাজের
নিশ্চিহ্ন হারিয়ে যাওয়া এক স্বাপ্নিক যুবকের কৃষ্ণ দেহ
টর্ণেডোয় ভাসতে ভাসতে পূর্বপুরুষ এসেছিলো বদ্বীপ
এই উপত্যকায়। তারা কি অস্ট্রিচ, আর্য না কি দ্রাবিড়!
কালে কালে মিশ্র জাতির আমাকে সয়তে হয় সমস্ত আগ্রাসন।