সাব অলটার্ন কবিতা

আবু মুসা চৌধুরী | সোমবার , ২১ ফেব্রুয়ারি, ২০২২ at ৯:৪১ পূর্বাহ্ণ

আঁরঅ বাড়িত্‌ আইস্‌সঅ বন্‌ধু
আঁই খাবাইয়ুম মধুভাত,
তুঁই অইলাদে মিয়ার বেডি
আঁরা নিচু জাত।

তোঁয়ার বাপর খেতি-খোলা
বর্‌গা চাষ গরি,
তোঁয়ারঅ ভিডার এক কোণাদি
আঁরা বাস্‌ গরি।

আঁর মা-বইন তোঁয়ারঅ বাড়িত্‌
ড্‌েকচি-পাতিল মাজে,
তোঁয়ার আঁর মিলন বন্‌ধু
এই সমাজত্‌ ন-সাজে।

‘মনে রেখ’ ফুলর রুমাল
আঁরে একদিন দি-ইলা,
তোঁয়ার লাই হাঁদে দিনে-রাইতে
আঁর কইলজা-ঘিলা।

‘কবুল’ হই হই বাছি লইঅ
ড-অর মাইনষর পোয়ারে,
হোয়াল দোষে এই জনমত্‌
ন-পাইয়ুম আঁই তোঁয়ারে ॥

পূর্ববর্তী নিবন্ধইতিহাসের ক্ষয়িষ্ণু পাঠ
পরবর্তী নিবন্ধএকুশ