চিটাগাং ক্লাব লিঃ প্রতি বছরের ন্যায় এ বছরও বর্ণাঢ্য অয়োজনের মধ্য দিয়ে এবারও সম্পন্ন হলো পিঠা, বই ও পুষ্প প্রদর্শনী। গত ২৮ জানুয়ারি সকাল থেকে শুরু হয় প্রদর্শনীর কার্যক্রম। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থকে দর্শক সমাগম। মেলায় বই পিঠাপুলি, ফুল, বনসাইয়ের পাশাপাশি আকর্ষণ বাড়িয়ে দেয় চিটাগাং বার্ড ব্রিডার্স এসোসিয়েশনের বিভিন্ন প্রজাতির পাখির উপস্থিতি। পিঠাপুলি নিয়ে অংশ নেয় ‘আঁর ইয়াত্তন খাই যান পিডার স্বাদ লই যান’, লুসিজ ক্লোজেড, সামিনাজ ক্যাটারিং কর্নার, আরণ্যক, এমজিদান ফুডস, মৌরিস কিচেন, পুতুলের পিঠাঘর এবং পিঠালয়।
এছাড়া উদ্যোক্তা চিটাগাং ক্লাবের পক্ষ থেকে সৌজন্যমূলক মোয়া মুড়ি, সিঙারা, জিলাপি, চিত্ই, ধোঁয়া, ছড়াছড়ি ইত্যাদি পিঠার স্বাদ নেয় উপস্থিত দর্শক। গোলাপসহ নানা জাতের মৌসুমী ও দেশি বিদেশি ফুলের টব নিয়ে অংশ নেয় নার্সারিগুলো। এর পাশাপাশি ছিল কারেন্ট বুক সেন্টার ও বিচিত্রা লাইব্রেরির মতো বুক স্টলগুলোর পাঠক প্রিয় বইয়ের বর্ষ সেরা সংগ্রহগুলো। এছাড়া রাত ১০টা পর্যন্ত বানর নাচ, পুতুল নাচ, বায়োস্কোপ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান আর গ্রামীণ আবহে সাজসজ্জায় পুরো প্রদর্শনী ছিল অন্যরকস উৎসবের আমেজ। বিকেলে শুরু হয় মেলার মূল কর্মসূচি। ক্লাবের সুইমিংপুলে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে প্রদর্শনী উদ্বোধন করেন চিটাগং ক্লারে ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর)। তিনি বাঙালি ঐতিহ্য ও সাংস্কৃতিক আন্দোলনে নিজেদের অংশগ্রহণ বাড়ানোর জন্য গুরত্বারোপ করে বলেন, আমাদের সংস্কৃতি আমদেরই রক্ষা করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার ড. রাজীব রঞ্জন বক্তব্য দেন। সূচনা বক্তব্য দেন, চিটাগাং ক্লাব লাইব্রেরি বিভাগের মেম্বার ইনচার্জ অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী এবং গার্ডেনিং বিভাগের মেম্বার ইনচার্জ এস এম শফিউল আজম। অনুষ্ঠানে জেনারেল কমিটি মেম্বার জাবেদ হাসেম (নান্নু), ডা. ফাহিম হাসান রেজা, মো. আজিজুল হাকিম, মাহাবুবুল কবির খান (শান্তনু), জাহিদ সুলতান (টিপু), সৈয়দ আরশাদুল হক, সাবেক ভাইস চেয়ারস্যান আমান উল্লাহ আল সগির ছুট্টু, মাঈনুদ্দিন আহমেদ মিন্টু, মঞ্জুরুল হক মঞ্জুসহ ক্লাব মেম্বার সপরিবারে উপস্থিত ছিলেন। উল্লেখ্য উৎসবের যৌথ পৃষ্ঠপোষকতা করেন সাবেক ভাইস চেয়ারস্যান আমান উল্লাহ আল সগির ছুট্টু, মাঈনুদ্দিন আহমেদ মিন্টু, আল সাদাত দোভাষ সাগর, সাবেক মেকার ইনচার্জ মোসলেহ উদ্দিন আহমেদ অপু এবং ক্লাব মেম্বার তৌহিদুল করিম, মো. আখতার পারভেজ, মো. জহির উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।












