গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদ : ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর গাউছিয়া জিলানী সমাজ কল্যাণ পরিষদের উদ্যাগে গত ১৮ ডিসেম্বর পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে হাজী মোশার্রফ আলী প্রাথমিক বিদ্যালয় ময়দানে ৩২তম আজিমুশান সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফটিকছড়ি সৈয়দ বাড়ী দরবার শরীফের সাজ্জাদানাশীন মু্হাম্মদ মছিহুদ্দৌলা। আলহাজ্ব মুহাম্মদ শহিদুল্লাহ্ কাদেরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলীয়ার সিনিয়র আরবী প্রভাষক আবুল আসাদ মুহাম্মদ জোবাইর রেজভী। প্রধান আলোচক ছিলেন আল্লামা আব্দুল মোস্তাফা রাহিম আযহারী। বিশেষ বক্তা ছিলেন মুফতি আব্দুল আজিজ রেজভী, আল্লামা ইদ্রিস আনসারী, হারুনুর রশীদ নঙবন্দি, ওমর ফারুক আজমী, সরোয়ার আলম কাদেরী, মহিন উদ্দিন আরজু, নঈমুল হক নঈমী, কুতুবউদ্দিন রেজভী, ইকবাল হোসেন কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি আলহাজ্ব এ.কে.এম বখতিয়ার।
বিশেষ অতিথি ছিলেন ১৮নং ধর্মপুর নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক, ইউপি সদস্য শহিদুল ইসলাম আকাশ, ইউনুস চৌধুরী, মুছা আলকাদেরী, আবু আহমদ সওদাগর, আব্দুল মন্নান আনছারি, সৈয়দ মুহাম্মদ আলী আকবর তৈয়বী, মহিন উদ্দিন রেজা খাঁন, মাওলানা হাকেমী, তরিকুল ইসলাম মাইজভান্ডারী, মাওলানা জাহেদুল আলম কাদেরী। মিলাদ কিয়াম শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সৈয়দ মুহাম্মদ মছিহুদৌল্লাহ। এতে বক্তারা বলেন, রাসুল (দ.) এর পদাঙ্ক অনুসরণে উভয় জগতের শান্তি নিহিত রয়েছে।
রাহাতিয়া দরবার : আঞ্জুমানে শায়দা-এ-মুস্তফা বাংলাদেশের উদ্যোগে গত ১৭ ডিসেম্বর ওরসে রাহাতিয়া শরীফে সদারত করেন সৈয়দ আবুল বয়ান শাহ্ নঈমী আশরাফী নক্শবন্দী। আখেরী মুনাজাত পরিচালনা করেন সৈয়দ আবু নওশাদ নঈমী আশরাফী (মু.জি.আ)। দিনব্যাপী মাহফিলে প্রথম অধিবেশনে পুরষ্কার বিতরণ অনুষ্ঠান, চিকিৎসা ক্যাম্প ও কম্বল বিতরণ করা হয়। দ্বিতীয় অধিবেশনে মিলাদ মাহফিলে অতিথি ছিলেন সৈয়দ মোস্তফা কাউসার নঈমী, মাস্টার মোসলেম উদ্দীন, মাস্টার নাজের উদ্দীন, মাস্টার হারুনুর রশিদ, সাবেক উপজেলা ভাইস- চেয়ারম্যান আকতার হোসেন, সৈয়দ মুনিরুদ্দোজা নঈমী, সৈয়দ মোরশেদ নঈমী, নাছের হোসেন, সাহাব উদ্দীন, রেজাউল করিম নঈমী, নুরুল আমিন, সৈয়দ তৌহিদুল আলম কাদেরী, মুহাম্মদ ইদ্রিস কাদেরী, ডা. এনামুল হক, আহমদ উল্লাহ, বেলাল উদ্দীন, নিজাম উদ্দিন, নুর মুহাম্মদ, মেহেদি হাসান। তাকরীর করেন উপাধ্যক্ষ মুহাম্মদ আবদুল আজিজ আনোয়ারী, মুহিউদ্দীন আহমদ রেজা খান, ওয়াহিদুর রহমান কাদেরী, সৈয়দ হাসান মুরাদ কাদেরী, মুফতি আবুল কাসেম তাহেরী, সৈয়দ মাসরুফ কাদেরী, সাইফুল ইসলাম নেজামী, কাজী রাহাতুল মোস্তফা কাদেরী, মোসলেহ উদ্দীন জাবেদ, গিয়াস উদ্দীন কাদেরী প্রমুখ। বক্তারা আউলিয়া কেরামের আদর্শ অনুসরণ করার আহবান জানান।
হালিশহর চৌধুরীপাড়ায় মাহফিল : হালিশহর চৌধুরী পাড়ায় ঈমানী সম্মেলন ও সালাতুসালাম মাহফিল সম্প্রতি অনুষ্ঠিত হয়। শেখ নঈম উদ্দিনের সভাপতিত্ব ও হাফেজ জামসদ আলমের সঞ্চালনায় এতে প্রধান মেহমান ছিলেন হাফেজ ক্বারী সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ।
প্রধান আলোচক ছিলেন মুফতি রেজাউল কাওসার। বিশেষ মেহমান ছিলেন মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবাদী মাইজভান্ডারী, শায়ের ক্বারী আল্লামা নুরুল্লাহ, মুজাদ্দদী, হাফেজ সিরাজ উদ্দীন আল কাদেরী, হাফেজ ফরহাদ আমিন।
হিমছড়ি হামেদিয়া দাখিল মাদ্রাসা : বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মামুনুর রশীদ নূরী বলেছেন, জেনারেল শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার চর্চায় ছেলে-মেয়েদের বিবেক জাগ্রত হবে, ভাল-মন্দের বিচার শক্তির উন্মেষ ঘটবে এবং তাদের মনে প্রকৃত মনুষ্যত্ববোধের সৃষ্টি হবে।
তিনি কক্সবাজার হিমছড়ি হামেদিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে এ কথা বলেন। মাওলানা আহমদ হোছাইনের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোহাম্মদ আবুল মনছুর, মাওলানা তাহের আহমেদ ও মাওলানা মোহাম্মদ হাদী। প্রেস বিজ্ঞপ্তি।