গোসাইলডাঙ্গা সৎসঙ্গ মন্দিরে মহোৎসব

| বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

গোসাইলডাঙ্গা সৎসঙ্গ মন্দিরে প্রেমময়ের ১৩৪তম আবির্ভাব বার্ষিকী উপলক্ষে মহোৎসব গত ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর দুদিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়। এতে সঞ্চালক ছিলেন নিখিল কান্তি দত্ত ও পাপড়ী কারন ঘোষ। উৎসবে ছিল শিশু-কিশোর মেলা, প্রার্থনা, যুব ও মাতৃ সম্মেলন, মঙ্গল প্রদ্বীপ প্রজ্বলন ও প্রসাদ বিতরণ।২য় দিনে ধর্মসভায় আশির্বাদক ছিলেন অমূল্য রঞ্জন দাশ। প্রধান অতিথি ছিলেন প্রফেসর সুধীর বিকাশ দেব। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর সুধীর চৌধুরী, স্বদেশ চক্রবর্তী ও নিধু পালিত। সভাপতিত্ব করেন বিমল চন্দ্র সিকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবর্ণাঢ্য আয়োজনে মহালয়া উদযাপিত
পরবর্তী নিবন্ধবাকশিসের শিক্ষক সংবর্ধনা ‘শিক্ষা পুনরুদ্ধারে শিক্ষকদের ভূমিকা অপরিসীম’