বর্ণাঢ্য আয়োজনে মহালয়া উদযাপিত

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৭ অক্টোবর, ২০২১ at ৬:০০ পূর্বাহ্ণ

চন্ডীপাঠ ও আবাহনী গান পরিবেশনের মধ্য দিয়ে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভ মহালয়া পর্ব অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমেই দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। গতকাল বুধবার সারাদেশের মন্দিরে মহালয়া উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের। ভোরে চণ্ডীপাঠ ও আবাহনী গান পরিবেশন দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। মহালয়া উপলক্ষে চট্টগ্রামেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহানগর পূজা উদযাপন পরিষদ : মহানগর পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে নগরীর জেএম সেন হলে গতকাল বুধবার দেবী পক্ষের শুভ মহালয়া বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল-চণ্ডীপাঠ, মহালয়া পূজা, পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরোহিতদের মাঝে উপহার সামগ্রী বিতরণ। শ্বেত কবুতর উড্ডয়ন এবং জাতীয় ও পরিষদের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর ও বিভিন্ন থানা কমিটির নেতৃবৃন্দ।
মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, সাধন ধর, অ্যাড. চন্দন কুমার তালুকদার, সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, প্রদীপ শীল, শ্রীপ্রকাশ দাশ অসিত, যুগ্ম সম্পাদক মিথুন মল্লিক, সজল দত্ত, অ্যাড. নটু চৌধুরী, বিপ্লব সেন, সুকান্ত মহাজন টুটুল, অঞ্জন দত্ত, অ্যাড. টিপু শীল জয়দেব, দীপংকর দেবনাথ, রাজীব চৌধুরী মিল্টন, গৌতম সিং হাজারী, বাবুল দাশ তনয়, রাধা রানী দেবী, প্রিয়তোষ ঘোষ রতন, স্বপন বৈষ্ণব, তমাল শর্মা চৌধুরী, লিটন দাশ, ডা. নেহেরুলাল ধর, সমীরণ মল্লিক, বাপ্পী দাশ, অ্যাড. গৌতম চৌধুরী পার্থ, রিপন রায় চৌধুরী, অ্যাড. রক্তিম বিশ্বাস, উত্তম কুমার শীল, অ্যাড. রাজেশ বিশ্বাস, অসীম কুমার দে, রাজন দাশ, বিশ্বজিত রায়, অসিত বরণ বিশ্বাস, অসীক দত্ত, অমিত ঘোষ, মৌসুমী চৌধুরী প্রমুখ। চণ্ডীপাঠ করেন শুভাশীষ আচার্য্য।
দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদ : শুভ মহালয়া গতকাল বুধবার দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের ব্যাপক মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।
চন্দনাইশ উপজেলার পশ্চিম বৈলতলী সর্বজনীন দুর্গাপূজা মন্ডপে ভোর ৫টায় মহালয়ার মাঙ্গলিক কর্মসূচি শুরু হয়। এরপর শুরু হয় চণ্ডী পাঠ। এরপর মহালয়া পূজা শেষে বেলা ১২টায় শুরু হয় বস্ত্র বিতরণ।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ রঞ্জন গুপ্তের সভাপতিত্বে আরো বক্তব্য দেন, চন্দন দস্তিদার, পরিমল দত্ত, ভিপি প্রদীপ চৌধুরী ও দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার। প্রধান অতিথি পুজার্থীদের মাঝে বস্ত্র বিতরণ করেন।
মেধস আশ্রমে দক্ষিণ জেলা পূজা পরিষদ : দক্ষিণ জেলা পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে দেবীপক্ষের শুভ মহালয়া উপলক্ষে বোয়ালখালী উপজেলার চণ্ডীতীর্থ মেধস আশ্রমে আলোচনা সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়। পরিষদের সভাপতি ঝুন্টু চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক রুবেল দেব। যুগ্ম সাধারণ সম্পাদক ভবশংকর ধরের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন মেধস আশ্রমের অধ্যক্ষ বুলবুল মহারাজ। বক্তব্য দেন, সাবেক সভাপতি শিল্পপতি বাবুল ঘোষ বাবুন, ড. বিপ্লব গাঙ্গুলী, অ্যাড. কবি শেখর নাথ পিন্টু, অরূপ রতন চক্রবর্তী, প্রণব দাশগুপ্ত, তাপস কুমার দে, জিতেন কান্তি গুহ ও সাধারণ সম্পাদক পরিমল দেব, মাস্টার শ্যামল কান্তি দে, রতন বিশ্বাস, সুনীল চৌধুরী, ডা. কাজল কান্তি বৈদ্য, শ্যামল বিশ্বাস, জয় প্রকাশ দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিত দাশ, আশীষ মিত্র, ডা. আর কে রুবেল, রুবেল শীল প্রমুখ।
গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির : নগরীর ও আর নিজাম রোডস্থ গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের উদ্যোগে গত ৫ অক্টোবর দেবীপক্ষের সূচনা তিথিতে শুভ মহালয়া উদ্‌যাপন করা হয়েছে। গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দির প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-চণ্ডীপাঠ, সঙ্গীতানুষ্ঠান, অমাবস্যা কালী পূজা, অন্নপ্রসাদ বিতরণ। গোলপাহাড় মহাশ্মশান পরিচালনা পরিষদের সভাপতি মাইকেল দের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক কাজল কান্তি দেব। উপস্থিত ছিলেন-অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, হরিপদ দে, দুলাল চৌধুরী, মনিলাল দাশ, সৌমিত্র চক্রবর্তী, জগন্নাথ মিত্র, অজিত দাশ, উজ্জ্বল চক্রবর্তী, সঞ্জয় ভৌমিক (কংকন), মুনমুন দত্ত, বিশ্বনাথ দাশ বিশু, রুভেল দে, রাজীব চৌধুরী, সুচিত্রা গুহ, শৈবাল ভৌমিক প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধতাপস দাশগুপ্তের পরলোক গমন
পরবর্তী নিবন্ধগোসাইলডাঙ্গা সৎসঙ্গ মন্দিরে মহোৎসব