যেহেতু চট্টগ্রাম থেকে বিটিভি এর ২য় জাতীয় চ্যানেল সেহেতু চট্টগ্রামকে সম্মান দিন, চট্টগ্রামকে প্রাধান্য ও গুরুত্ব দিন। সকাল সোয়া সাতটায় অথবা নয়টায় শুধুমাত্র চট্টগ্রামের সংবাদ নিয়ে স্থানীয় সংবাদ প্রচার করুন।
বন্দরনগরীর নগর পিতাকে সম্মান করা চট্টগ্রামের সম্মানেরই অংশ। তাই এ সংবাদে থাকবে চট্টগ্রাম মেয়র মহোদয়ের কমর্সুচী ও বিভিন্ন প্রোগ্রামে যোগদানের সচিত্র ভিডিও প্রতিবেদন, আগত মন্ত্রী মহোদয়ের, চট্টগ্রামের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মসূচির বিস্তারিত খবরাখবর ও ভিডিও প্রতিবেদন। নীচে টিভির স্ক্রলে চট্টগ্রাম মেয়র মহোদয়ের কর্মসূচি, আগত মন্ত্রী মহোদয়ের ও চট্টগ্রামের সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের খবরাখবর প্রচার করা হোক।
জি এন সিদ্দিকী রুমী
সীতাকুণ্ড, চট্টগ্রাম।