ঐতিহাসিক ৬ দফা দিবসের আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, নব্যসৃষ্ট পাকিস্তানে নিপীড়িত ও বঞ্চিত পূর্ব বাংলাকে সুরক্ষা ও পুনরুদ্ধারে এক পরিপূর্ণ মুক্তির সনদ। এই সনদ আমাদের স্বাধীনতা ও মুক্তির ঠিকানার সন্ধান দিয়ে গেছে। আমাদেরকে পরষ্পরের বিরুদ্ধে কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধ করতে হবে। আস্থা ও সমন্বয়ের মাধ্যমে সকল ক্ষেত্রে কাঙ্ক্ষিত সমাধান নিশ্চিত করতে হবে। তিনি গতকাল সোমবার বিকেলে ঐতিহাসিক ৬ দফা দিবস পালন উপলক্ষে নগরীর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৬ দফাই হলো বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নবীজ।
শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, শফর আলী, সাইফউদ্দিন খালেদ বাহার, নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, শাহাবুদ্দিন আহমেদ, অধ্যক্ষ আসলাম হোসেন, রেজাউল করিম কায়সার, স্বপন কুমার মজুমদার, নুরুল অমিন কালু, মো. জানে আলম, মো. নুরুল আলম। সভার শুরুতে ৬ দফা আন্দোলনের সূচনায় মনুমিয়াসহ সকল শহীদ স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।











