মমতার উদ্যোগে এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স শীর্ষক এক ওরিয়েন্টশন গত ১৩ মার্চ হালিশহরস্থ প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মমতার প্রধান নির্বাহী রফিক আহমদের সার্বিক নির্দেশনায় উক্ত ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন মমতার কার্যকরী পরিষদের সদস্য নাসিমা আকতার রুমী। স্বাগত বক্তব্য রাখেন মমতার উপ-প্রধান নির্বাহী মো. ফারুক। বক্তব্য রাখেন মমতার কার্যকরী পরিষদের সাধারন সম্পাদক মনসুর মাসুদ। ওরিয়েন্টেশনে ফ্যাসিলেটর ছিলেন সহকারী প্রধান নির্বাহী মোহাম্মদ শাহারিয়ার, সিনিয়র পরিচালক স্বপ্না তালুকদার, পরিচালক সুব্রত বড়ুয়া, ইকবাল আল মাহামুদ, নাহিদ ফারহানা, মমতার উপ-পরিচালক আহমদ ইউসুফ হারুন ও শ্যামল কান্তি দাশ, কোঅর্ডিনেটর লিয়াকত আলী। ওরিয়েন্টেশনে মমতার বিভিন্ন পলিসি সম্পর্কে সকল স্তরের কর্মকর্তা-কর্মীবৃন্দকে অবহিত করা হয়।প্রেস বিজ্ঞপ্তি।