আজ পশ্চিম ধলইয়ে আমিনুর রহমান শাহ (রহ:) ওরশ

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৯:৪৯ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার পশ্চিম ধলই শফি নগর দৌলত গোমস্তর বাড়িতে আজ ১২ মার্চ হযরত আমিনুর রহমান শাহ (রহ:) ৪৩ তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত হবে। ওরশ উপলক্ষে সকালে খতমে কোরআন, নাতে রাসুল (দ.), কেরাত, জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। বাদে এশা জিকির, কাওয়ালী মাহফিল ও আখেরি মোনাজাত। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে মেয়র পদে বিএনপির আবুর মনোনয়ন সংগ্রহ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় লুৎফর নুর সুন্নিয়া মাদরাসায় মাহফিল আজ