নগরীর বেপজা স্কুল এন্ড কলেজের কলেজ শাখার ইংরেজি বিষয়ের সহকারী অধ্যাপক ফেরদৌস কবীর (৫০) বলেছেন, টিকা নিয়ে নিজেকে ভাগ্যবান মনে করছি। কিন্তু বিড়ম্বনাও রয়েছে। বিড়ম্বনা কমাতে আরো বুথ বাড়ানো প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় টিকা নেওয়ার পর দৈনিক আজাদীকে তার এই অনুভূতির কথা জানান। তিনি বলেন, বিশ্বের বহু দেশ টিকা নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আমরা সহজে প্রথমে টিকা পেয়েছি। দুর্লভ এ সুযোগ প্রত্যেক নাগরিকের নেওয়া উচিৎ। টিকায় কোন পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যাচ্ছে না, মানুষজনও বেশ সজাগ।











