নাসিরাবাদ স্পোর্টিং ক্লাব এর ব্যবস্থাপনায় ২৯তম মেরিডিয়ান ফুডস স্বাধীনতা কাপ অনূর্ধ্ব-১৫ ক্রিকেট লীগ শীঘ্রই শুরু হতে যাচ্ছে। এতে অংশগ্রহন করতে ইচ্ছুক দল বা একাডেমি সমূহকে আগামী ২৫ জানুয়ারীর মধ্যে ৭,০০০ টাকা এন্ট্রি ফি সহ তাদের নিজ নিজ ক্লাব পেডে মধুবন, ১নং পানির কল মোড়, হালিশহর রোড, পাহাড়তলী, চট্টগ্রাম। মোহাম্মদ ফারুক টিটো ০১৮১৯-৮৩৭৬৫০, জিতু ০১৮১৫-৫২২৮৮২, কফিল ০১৬১৬-৪৪৩১৩২, ঠিকানায় লিখিত দরখাস্ত জমা দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।