ন্যাথানিয়েল হাওথ্রোনের ভাষায় যদি বলি – ঞরসব ভষরবং ড়াবৎ ঁং, নঁঃ ষবধাবং রঃ’ং ংযধফড় িনবযরহফ. ” পাখি উড়ে যায়, ফেলে যায় তার পালক”। ঠিক তেমনি ২০২০ সাল উড়ে চলে গেছে, ফেলে গেছে তার ছায়া আমাদের ব্যক্তিগত জীবনে,সমাজে ও বিশ্বজুড়ে। ২০২০ সারা বছরটাই ছিলো পুরো খারাপ সারা বিশ্বের কাছে। জানিনা সামনের বছর গুলো কেমন যাবে।
তবুও বিগত দিনের ভুলগুলো শোধরাবার সময় এসেছে। ২০২০ সালে করোনায় অনেক আপনজন ও বন্ধুকে হারিয়েছি, আর হারাতে চাই না। নতুন বছর সুস্থ ও সুন্দরভাবে যেনো সবাই শুরু করতে পারি, এ প্রার্থনা করি আল্লাহর কাছে।
মানুষের প্রতি মানুষের মমত্ববোধ আরো বাড়ুক, মানুষের জন্য মানুষ নিবেদিত হোক নতুন বছরে এই প্রত্যাশা করি।