প্রসঙ্গ : তৈলারদ্বীপ শঙ্খ ব্রিজ

| শুক্রবার , ১ জানুয়ারি, ২০২১ at ৬:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম শহরের সহিত বাঁশখালীর একমাত্র যোগাযোগের অবলম্বন তৈলারদ্বীপ শঙ্খ ব্রিজ। বাঁশখালীবাসীর বহুদিনের বহুযুগের প্রতিক্ষিত শঙ্খ ব্রিজ গত প্রায় দুই যুগ আগে জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরত্ন জননেত্রী ও মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপে তৈলারদ্বীপ শঙ্খ নদীর উপর নির্মিত হয়। যার ফলে বাঁশখালীবাসীর বাঁশখালী-চট্টগ্রাম শহরের সাথে যোগাযোগের পথ সুগম হয়। প্রতিদিন দিনে এবং রাতে হাজার হাজার যানবাহন ঐ ব্রিজ দিয়ে যাতায়াত করে। উল্লেখ্য, ব্রিজের একপ্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত লোহার প্লেট দিয়ে প্রস্তের দুই প্রান্ত সংযুক্ত করে ব্রিজ মজবুত করা হয়। ব্রিজের পূর্বাংশে একটি লোহার প্লেট ব্রিজের স্লেপ হতে আলগা হয়ে যায়। ফলশ্রুতিতে যানবাহন চলাচলের সময় উক্ত লোহার প্লেটের উপর দিয়ে গাড়ির চাকা অতিক্রম হওয়ার সময় ঢাং ঢাং বিকট শব্দ হয়। তখন মনে হয় ব্রিজ নিজেই কর্তৃপক্ষের নিকট আবেদন করে-আমাকে রক্ষা কর। অন্যথায় আমি নষ্ট হয়ে গেলে বাঁশখালীবাসীর চট্টগ্রাম শহরের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। কিন্তু ব্রিজের এই করুণ আহ্বান কেউ শুনেনা।
তাই আমি ব্রিজের নষ্ট হওয়া লোহার প্লেট মেরামত করে ব্রিজের স্থায়িত্ব রক্ষা করতঃ বাঁশখালীবাসীর যোগাযোগের পথ অটুট রাখার জন্য কর্তৃপক্ষ তথা স্থানীয় জনপ্রতিনিধি সাংসদ মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।
নাজেম উদ্দীন চৌধুরী, ইলসা হাধু চৌধুরী বাড়ি, বাঁশখালী, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধআবদুর রহমান বয়াতি : বাংলার মাটি ও মানুষের শিল্পী
পরবর্তী নিবন্ধনতুন বছরের প্রত্যাশা