চলতি বছর মার্চ মাসে প্রথমবার লঞ্চ হয়েছিল ঞরিঃঃবৎ ঋষববঃং। এবার সেই ফিচারের সুবিধা পাবেন বিশ্বের সব টুইটার ব্যবহারকারী। সম্প্রতি এক ঘোষণায় এ কথা জানিয়ে দিল টুইটার। এর পাশাপাশি ভয়েস কনভার্সেশনের রুমের জন্য ‘ঝঢ়ধপবং’ নামে একটি ফিচার ডেভেলপের কথাও জানানো হয়েছে। ঝহধঢ়পযধঃ বা অন্যান্য অ্যাপে স্টোরি আপলোডের মতো এবার ঞরিঃঃবৎ-এও একটি আলাদা ট্যাবের সাহায্যে কোনো ফটো, লেখা বা ভিডিও পোস্ট করা যাবে। যা একদিন অর্থাৎ ২৪ ঘণ্টা পর নিজে থেকেই মুছে যাবে। এই বিশেষ ফিচারটির নাম হল ঞরিঃঃবৎ ঋষববঃং। একটি ব্লগপোস্টে ঞরিঃঃবৎ ঋষববঃং সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে টুইটার-এর তরফে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ঞরিঃঃবৎ ঋষববঃং-এর মাধ্যমে ব্যবহারকারীরা আরও বেশি করে নানা কথোপকথনে অংশগ্রহণ করতে পারবেন। মূলত ‘মোমেন্টারি থটস’ শেয়ারিংয়ের ফিচার এটি। এতে অনেকটা বেশি স্বচ্ছন্দ অনুভব করবেন মানুষজন। বিশেষ করে ঞরিঃঃবৎ-এ যারা নতুন, তারা এই ঞরিঃঃবৎ ঋষববঃং-থেকে বাড়তি সুবিধা উপভোগ করতে পারবেন। তাদের ইতস্ততভাব কমবে। বেশি ভাবনা-চিন্তা না করে তারা তাদের ধ্যান-ধারণা শেয়ার করতে পারবেন। কারণ একদিন পরই এই পোস্টগুলো মুছে যাবে। এই ফিচারটি ভারতে এসেছিল জুন মাসে। বর্তমানে শুধুমাত্র অহফৎড়রফ ও রঙঝ অ্যাপেই রয়েছে। তবে ওয়েব-ইউজাররা কবে থেকে এই ঞরিঃঃবৎ ঋষববঃং-এর সুবিধা পাচ্ছেন, সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। এ ক্ষেত্রে ঞরিঃঃবৎ ঋষববঃ আপলোড করতে হলে ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে।
প্রথমে অ্যাপের উপরের বাম দিকের কোণে ‘+’ সাইনটি খুঁজে বের করতে হবে। তারপর ঝহধঢ়পযধঃ, ডযধঃংঅঢ়ঢ়, ওহংঃধমৎধস, ঋধপবনড়ড়শ বা খরহশবফওহ-এর মতোই টেস্ট, ফটো, এওঋ আপলোড করা যাবে। ইতিমধ্যেই ঝঢ়ধপবং ভয়েস চ্যাটরুমের উপর কাজ শুরু করে দিয়েছে টুইটার।