করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় দেওয়ার রাত্রিকালীন কারফিউতে ফ্রান্সের রাজধানী প্যারিস ও আরও ৮টি শহরের সড়কগুলো জনমানবহীন প্রান্তরে পরিণত হয়েছিল। শনিবার থেকে শুরু হওয়া বিতর্কিত এ কারফিউর লক্ষ্য হচ্ছে ইউরোপে এ মুহূর্তে ভাইরাসের অন্যতম হটস্পট ফ্রান্সে সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরা। বসন্তে দুই মাসের লকডাউনে ব্যাপক ক্ষতিগ্রস্ত দেশটির রেস্তোরাঁ মালিকরা নতুন এই কারফিউর কড়া সমালোচনা করছেন বলে জানিয়েছে বিবিসি। শনাক্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় শিগগিরই ইতালিও নতুন নতুন বিধিনিষেধ আরোপ করতে যাচ্ছে।
মহামারীর প্রথম ঢেউয়ে ইউরোপের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ইতালিতে শনিবার রেকর্ড সংখ্যক নতুন রোগী শনাক্ত হয়েছে। খবর বিডিনিউজের। সংক্রমণ নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে গতকাল রোববার দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে নতুন বিধিনিষেধ আরোপ করেন। এতে জিম, পুল ও শিক্ষানবীসদের খেলাধুলার মতো কমপ্রয়োজনীয় কর্মকাণ্ড নতুন নিয়মের বেড়াজালে আটকে পড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় গণমাধ্যমগুলো। ফ্রান্সের সরকার রাজধানীসহ ৯টি শহরে যে মাসব্যাপী রাত্রিকালীন কারফিউ দিয়েছে তার আওতায় প্রায় দুই কোটি নাগরিক পড়বেন বলে জানিয়েছে বিবিসি। প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ কারফিউ বলবৎ থাকবে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া কেউই ঘরের বাইরে থাকতে পারবেন না।