নানা অনুষ্ঠানে বর্ষবরণ

আজাদী অনলাইন | শুক্রবার , ১৪ এপ্রিল, ২০২৩ at ১০:৩১ পূর্বাহ্ণ

পহেলা বৈশাখের অন্যতম অনুষঙ্গ মঙ্গল শোভাযাত্রা করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর কয়েকটি স্থানে অনুষ্ঠিত হচ্ছে বাংলা বর্ষবরণ উৎসব।

আজ শুক্রবার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত ডিসি হিলের মুক্তমঞ্চে বর্ষবরণের আয়োজন করে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। এতে ৩২টি সংগঠনের সাংস্কৃতিক আয়োজন রয়েছে।

অন্যদিকে, সিআরবি শিরিষতলায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।

একইভাবে জেলা শিল্পকলা একাডেমি ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলছে বর্ষবরণের নানা অনুষ্ঠান।

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি থেকে বর্ষবরণ উপলক্ষে শোভাযাত্রা বের হয় সকাল ৯টায়।

এছাড়াও পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা আয়োজন করেছে ‘চট্টগ্রাম চারুশিল্পী সম্মিলন’। সকাল ৯টায় শোভাযাত্রাটি নগরীর চট্টেশ্বরী রোডে শুরু হয়ে কাজীর দেউড়ি মোড়, জামাল খান হয়ে চেরাগি চত্বর পরিক্রমণ করে।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচিত হলে সমস্যাগুলো সমাধানে সচেষ্ট থাকবো
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় আদিবাসীদের বৈসাবি