৭ দিনে ৭৫১ মামলা, ৫৪০ গাড়ি আটক

কঠোর লকডাউন

আজাদী অনলাইন | বুধবার , ৭ জুলাই, ২০২১ at ১০:৪৮ অপরাহ্ণ

কঠোর লকডাউনে বিধিনিষেধ না মানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ৭ দিনে ৭৫১টি মামলা ও ৫৪০টি গাড়ি আটক করেছে।
আজ বুধবার (৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সিএমপি’র মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আরফাতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বাংলানিউজ
গত বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে আজ বুধবার (৭ জুলাই) রাত ৮টা পর্যন্ত এসব মামলা হয়েছে।
এবারের কঠোর লকডাউনে পুলিশ, র‌্যাব-বিজিবির সঙ্গে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। চট্টগ্রাম নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করেছে পুলিশ।
আরফাতুল ইসলাম বলেন, “আজ বুধবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত লকডাউন অমান্য করে বিনা প্রয়োজনে গাড়ি নিয়ে বাসা থেকে বের হওয়ায় ২৩৭টি মামলা ও ১১৪টি গাড়ি আটক করা হয়েছে।”
তিনি বলেন, “লকডাউনে গত সাত দিনে ৭৫১টি মামলা ও ৫৪০টি গাড়ি আটক করা হয়েছে।”

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে এন্টিজেন টেস্টে করোনা শনাক্ত ১৮৪
পরবর্তী নিবন্ধপশুর হাট কখন থেকে