৭৫ বছর পর ভারতের যে গ্রাম পেল প্রথম সরকারি চাকুরে

| শুক্রবার , ৩০ সেপ্টেম্বর, ২০২২ at ৭:৩১ পূর্বাহ্ণ

ভারতে বিহার রাজ্যের মুজফ্‌ফরপুর জেলার ছোট্ট গ্রাম সোহাগপুর। গত ৭৫ বছরে এই গ্রামে কেউ কখনও সরকারি চাকরির মুখ দেখেননি। সেই খরা কাটিয়েই এবার প্রথম সরকারি চাকরি পেয়েছেন গ্রামের এক যুবক রাকেশ কুমার। গ্রামে অন্তত ২ হাজার মানুষের বাস হলেও এমন ঘটনা আগে কখনও ঘটেনি। কেউ সরকারি চাকরি পায়নি। ভারতের স্বাধীনতার পর ৭৫ বছরে প্রত্যন্ত এই গ্রামটিতে কেবল রাকেশরই সরকারি চাকরি হল। ঘুচল অপবাদ। তাই সোহাগপুর গ্রামে এখন খুশির জোয়ার। ৩০ বছর বয়সী রাকেশ গ্রামেরই একটি প্রাথমিক স্কুলে শিক্ষক হিসাবে চাকরি পেয়েছেন। তারপরই তাকে নিয়ে মাতামাতি শুরু হয়েছে গ্রামজুড়ে। রাকেশের চাকরির খবর আসা মাত্র সেখানে মিষ্টি বিতরণ, রঙ মাখামাখি শুরু হয়। খবর বিডিনিউজের।
গত ৮ সেপ্টেম্বরে রাকেশ নিয়োগপত্র পেয়েছেন। খুব শিগগিরি মুজফফরপুরে বারকুরওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে কাজ শুরু করবেন তিনি। গ্রামের স্কুলেই পড়াশোনা করেছেন রাকেশ। তারপর তিনি পাশের জেলা দ্বারভাঙায় যান স্নাতকোত্তর করতে। এরপর রাজস্থান থেকে বিএডও করেন। সমপ্রতি তিনি বিহারের টিচার্স এলিজিবিলিটি টেস্টে উত্তীর্ণ হয়ে সরকারি প্রাথমিক স্কুলে চাকরি পেলেন। গ্রামের স্থানীয় এক নেতা দেবেন্দ্র চৌধুরি বলেছেন, সেই ১৯৪৭ সালে দেশভাগের সময় থেকে সোহাগপুর গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ একটা স্থায়ী, ভাল বেতনের চাকরির জন্য আশা করে থেকেছে। কিন্তু সেটি করতে পারার পথ ছিল খুব কমই। অনেক শিক্ষার্থীই কাছের অনেক বড় বড় নগরীতে পড়াশুনা করতে গেছে। কিন্তু কেউই এতদিন একটা সরকারি চাকরি হাসিল করতে পারেনি। কুমারের সফলতা অবশেষে গ্রামের ওপর থেকে দুর্ভাগ্যের কাল ছায়া সরিয়ে দিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধউত্তর কোরিয়ার নির্মম স্বৈরশাসন ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দায় হ্যারিস
পরবর্তী নিবন্ধসরকারি গোপনীয়তা লংঘনের অভিযোগে সু চির ৩ বছরের সাজা