৬ দফা দাবিতে অটোরিকশা শ্রমিকলীগের মানববন্ধন

| রবিবার , ১১ অক্টোবর, ২০২০ at ৫:২৯ পূর্বাহ্ণ

৬ দফা দাবিতে বাংলাদেশ অটোরিকশা শ্রমিকলীগ চট্টগ্রাম নগর কমিটির উদ্যোগে গতকাল শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। কার্যকরী সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে এবং আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সফর আলী। বক্তব্য রাখেন অটোরিকশা শ্রমিকলীগ নগর কমিটির সভাপতি ওসমান গণী, সাধারণ সম্পাদক ইসমাইল সরকার বেলাল। উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মো. আবুল হাশেম, মো. সবুজ, মো. আলী, মো. আলমগীর, মো. জাকির, শাহিন, ইউসুফ, বেলাল, জসিম, মন্নান, আবু, সোলেমান, রব মাঝি প্রমুখ।
বক্তারা বলেন, অটোরিকশা সিএনজি ও টেম্পো চালকদের ৬ দফা দাবি ন্যায্য ও যৌক্তিক। ভাড়ায় যাত্রী পরিবহন করলে মোটরসাইকেল জব্দ করতে পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেন নেতৃবৃন্দ। আগামী ২৫ অক্টোবরের মধ্যে ৬ দফা দাবি বাস্তবায়ন করা না হলে ঘেরাও কর্মসূচি পালন করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষে আহত কিশোরের মৃত্যু
পরবর্তী নিবন্ধপরিযায়ী পাখি শিকার ও বেচাকেনা থেকে বিরত থাকতে হবে