৬৫দিন সাগরে মাছ ধরা বন্ধে কুমিরায় জনসচেতনতা সভা

সীতাকুণ্ড প্রতিনিধি | শুক্রবার , ১৯ মে, ২০২৩ at ৮:০৮ পূর্বাহ্ণ

আগামীকাল ২০ মে থেকে ৬৫দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যেকোন প্রজাতির মৎস্য আহরণ বন্ধ থাকা নিয়ে জনসচেতনতা সভা গতকাল বৃহস্পতিবার সীতাকুণ্ড উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কুমিরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিরা ইউপি চেয়ারম্যান মোরশেদ হোসেন চৌধুরী। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কোস্ট গার্ডের এবি মো. সোহেল, কুমিরা নৌপুলিশ ফাঁড়ির এ এস আই আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য জামাল উদ্দিন, শাবনুর আক্তার স্বপ্না এবং জেলে প্রতিনিধি জীবনকৃষ্ণ দাশ।

পূর্ববর্তী নিবন্ধএক অনিকেত শিখা পালের কথা
পরবর্তী নিবন্ধবান্দরবানে অস্ত্র মামলায় ২ জনের ১০ বছরের কারাদণ্ড