৫০ টন সোনার খনির সন্ধান মিলল চীনে

| শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৫:৪৬ পূর্বাহ্ণ

আরও সমৃদ্ধ হলো চীনের স্বর্ণ ভাণ্ডার। দেশটিতে সন্ধান মিলেছে নতুন একটি স্বর্ণ খনির। নতুন এই খনিতে ৫০ টন স্বর্ণ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর বাংলানিউজের।

চীনা গণমাধ্যম সিজিটিএন জানিয়েছে, পূর্ব চীনের শ্যানডং প্রদেশ সোনার খনিটি পাওয়া গেছে। এটি দেশের দ্বিতীয় সর্বোচ্চ ঘনবসতিপূর্ণ এলাকা। ২০২০ সালের পরিসংখ্যান অনুযায়ী, ওই প্রদেশে ১০ কোটির বেশি মানুষ বসবাস করেন। এই প্রদেশে সোনার একাধিক খনি আছে। নতুন খনিতে ৫০ টন সোনা

থাকতে পারে বলে মনে করছেন গবেষকেরা। যদিও শ্যানডংয়ের ওই এলাকায় যে নতুন খনির সন্ধান মিলতে পারে, তার অনুমান করা হয়েছিল। দীর্ঘ ৮ বছর ধরে পর্যবেক্ষণের পর অবশেষে খনির খোঁজ পেলেন ভূতত্ত্ববিদেরা। বিশ্বের স্বর্ণ ভাণ্ডারের অন্তত ৯ শতাংশ রয়েছে চীনে। কেন্দ্রীয় ব্যাংকের ফেব্রুয়ারি মাসের পরিসংখ্যান অনুযায়ী, চীনজুড়ে খনিজ সোনার পরিমাণ ১ হাজার ৮৬৯ টন। যার অধিকাংশই রয়েছে শ্যানডংয়ে।

পূর্ববর্তী নিবন্ধখাতুনগঞ্জের সাথে চাক্তাইয়ের শ্রমিকদের মজুরি বৈষম্য
পরবর্তী নিবন্ধযাত্রী তিন হাজার, জাহাজ পারাপার করে এক হাজার