৫টি বাসকে জরিমানা তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত ভাড়া আদায়

আজাদী প্রতিবেদন | সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১৪ পূর্বাহ্ণ

ভাড়ার তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে নগরীর পলোগ্রাউন্ড এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি বাসকে ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে বিআরটিএ। গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার। তিনি বলেন, আমাদের কাছে কিছু বাসের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ছিল। তাই অভিযান পরিচালনা করেছি। ৫টি বাসে ভাড়ার কোনো চার্ট পাওয়া যায়নি। তাই তাদেরকে ১৪ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধক্রেডিট কার্ডে সীমার বেশি ডলার ব্যয়, ২৭ ব্যাংককে নোটিস
পরবর্তী নিবন্ধইভ্যালির রাসেল দম্পতিসহ ৮ জনের নামে অভিযোগপত্র