৩৯ মামলায় ৪৩ হাজার টাকা জরিমানা

তিন স্পটে বিআরটিএর অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর, ২০২০ at ১১:০৯ পূর্বাহ্ণ

লাগাতার অভিযানের অংশ হিসেবে সোমবার নগরীর তিন স্পটে অভিযান চালিয়েছে বিআরটিএ। অভিযানগুলোতে ৩৯ মামলায় ৪৩ হাজার ২শ টাকা জরিমানা করেছেন বিআরটিএ’র তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বিআরটিএ সূত্রে জানা গেছে, সোমবার নাছিরাবাদ টেক্সটাইল মোড়ে অভিযান চালিয়ে ৯ মামলায় ৮ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএ আদালত-১১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরের জামান চৌধুরী। মুরাদপুরে অভিযান চালিয়ে ৭ মামলায় ১৪ হাজার টাকা জরিমানা করেছেন আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাশ। অন্যদিকে কাস্টমস মোড়ে অভিযান চালিয়েছেন আদালত-১৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুর রহমান। অভিযানে তিনি ২৩ মামলায় ২১ হাজার ২শ টাকা জরিমানা করেন। তন্মধ্যে করোনা সতর্কতা হিসেবে স্বাস্থ্যবিধি না মানায় ৯টিতে তিন হাজার ৯শ টাকা জরিমানা করেন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা বিষয়ে আরো বেশি গুরুত্ব দিতে হবে
পরবর্তী নিবন্ধযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় সর্বোচ্চ সতর্কাবস্থা গ্রহণ করা হয়েছে