৩৯নং ওয়ার্ডের আকমল আলী বেড়িবাঁধ সুরক্ষায় জিও ব্যাগ বিতরণ

| শুক্রবার , ২৯ মার্চ, ২০২৪ at ৬:১৪ পূর্বাহ্ণ

নগরীর ৩৯নং ওয়ার্ডের আকমল আলী ঘাট বেড়িবাঁধ জেলেপাড়া এলাকায় সমুদ্র তীর ভাঙন প্রতিরোধে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ৮০০ জিও ব্যাগ বিতরণ অনুষ্ঠান স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এনজিও সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জনি রোজারিও, উইলিয়াম গোমেজ, কৃষিবিদ মো: রফিকুল ইসলাম, মিজানুর রহমান পারুল, মো: ইউছুপ মিয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের আকমল আলী ঘাট এলাকা খুবই প্রাকৃতিক দূর্যোগপূর্ণ এলাকা। প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ঢেউয়ের আঘাতে সমূদ্রের পাড় ভেঙে যায়। উক্ত এলাকায় জিও ব্যাগ ব্যবহারের ফলে সমুদ্রের তীর ভাঙন রোধে বিরাট ভূমিকা পালন করবে। সভাপতি বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সবসময় স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের পাশে থেকে আন্তরিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন। সভায় জিও ব্যাগ বিতরণ শেষে স্বপ্নীল মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোস্তফা হাকিম ব্লাড ব্যাংকের ১০ টাকায় ইফতার বিতরণ
পরবর্তী নিবন্ধজীবনে রমজান ও কোরআনকে গুরুত্ব দেয়া উচিত