৩০ পয়েন্টের লক্ষ্যপূরণ করতে চায় টাইগাররা

আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে তৃতীয় ওয়ানডে

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৬:৫২ পূর্বাহ্ণ

সিরিজ জেতা হয়ে গেছে বাংলাদেশের। দীর্ঘ এক যুগ পর জিম্বাবুয়ের মাটিতে এই সিরিজ জেতা। সিরিজ জেতার পর আজ তৃতীয় ওয়ানডে ম্যাচ। আর এ ম্যাচটি জিতেই স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াটওয়াশ করার স্বাদ পেতে চায় টাইগাররা। সাথে রয়েছে পূর্ণ ৩০ পয়েন্টের লক্ষ্যপূরণ। টাইগারদের টপঅর্ডার ধারাবাহিক ব্যাটিং সফলতা পাচ্ছে না। দলের জয়ে কেউ না কেউ দায়িত্ব নিচ্ছেন। প্রথম ওয়ানডে ম্যাচে লিটন এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাকিব দলের জয়ে ত্রাতার ভূমিকা রাখেন। অধিনায়ক তামিম টপঅর্ডারদের সম্মিলিত দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেও বাস্তবে তা হয়নি।
অধিনায়ক তামিম ইকবালের ভাষায় শুধু সিরিজ জেতাই এখন যথেষ্ট নয়। কোনো কোনো ক্ষেত্রে পূর্ণ ৩০ পয়েন্ট না পাওয়াও হতাশার। ওয়ানডে সিরিজে পূর্ণ পয়েন্ট পাওয়ার লক্ষ্য পূরণে ব্যাটিং উন্নতিতে চোখ রেখে তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে এমনিতে ইদানিং লড়াই হয়ে গেছে একপেশে। বাংলাদেশ জিতেছে সবশেষ ১৮ ম্যাচে। এক সময়ের প্রবল প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিতেছে টানা পাঁচ সিরিজ। এবার দলটিকে তাদের মাটিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার হাতছানি সাকিব আল হাসান-মাহমুদউল্লাহদের সামনে। হারারে স্পোর্টস ক্লাবে আজ মঙ্গলবার এই অভিযানে নামবেন তারা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। জিম্বাবুয়ের বিপক্ষে আরেকটি অর্জনের সামনে দাঁড়িয়ে এখন বাংলাদেশ। আরেকটি জয় পেলে পূরণ হবে জয়ের পঞ্চাশ মানে হাফ সেঞ্চুরি। দুই দলের এখন পর্যন্ত হয়ে যাওয়া ৭৭ ম্যাচে বাংলাদেশের জয় ৪৯টি, হার ২৮টি। আরেকটি জয় দলকে নিয়ে যাবে মাইলফলকে। একই সঙ্গে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশ পাবে আরও ১০ পয়েন্ট। সরাসরি বিশ্বকাপে খেলার পথে এগিয়ে যাবে আরেক ধাপ। সুপার লিগে বাংলাদেশের সামনে আছে আরও চারটি সিরিজ। দেশের মাটিতে ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে। আর দুটি সিরিজ দক্ষিণ আফ্রিকা ও আয়ারল্যান্ডে। কঠিন সেই সব চ্যালেঞ্জের আগে পয়েন্ট টেবিলে নিজেদের যতটা সম্ভব এগিয়ে রাখাটাই আসল কথা। সে কারণেই শ্রীলংকার বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতার পরও ১০ পয়েন্ট নিয়ে আক্ষেপ ঝরেছিল অধিনায়কের কণ্ঠে। সুপার লিগের গুরুত্ব বুঝে চোট নিয়েই খেলে যাচ্ছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। টপ অর্ডারের দুই ব্যাটসম্যান দলকে টেনেছেন দুই ম্যাচে। কিন্তু শুরুতে জুটি গড়তে পারছে না বাংলাদেশ। এটা শুধু এই সিরিজের সমস্যা নয়, সবশেষ ৬ ম্যাচেই বাংলাদেশ একশর আগে হারিয়েছে চার উইকেট। এক ম্যাচে লিটন দাস আরেক ম্যাচে সাকিব পরের ব্যাটসম্যানদের নিয়ে উদ্ধার করেছেন দলকে। কিন্তু ব্যাটিং দলের দুর্ভাবনাই হয়ে থেকেছে।
প্রথম ম্যাচে কন্ডিশন বেশ কঠিন ছিল, জিম্বাবুয়ের পেসাররা বেশ সুবিধা পেয়েছেন। কিন্তু পরের ম্যাচে উইকেট ততটা কঠিন ছিল না, তবুও একের পর এক আলগা শটে বিপদ ডেকে আনে ব্যাটসম্যানরা। ৩০ পয়েন্টের লক্ষ্য পূরণে বাংলাদেশের দুর্ভাবনা এখন কেবল এই জায়গা নিয়েই। সাকিব প্রথম ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট, শরিফুল ইসলাম পরেরটিতে নিয়েছেন চার উইকেট। ২-০ ব্যবধানে সিরিজে এগিয়ে থাকা দলের লক্ষ্য এখন একটাই। সেটা মুখ ফুটে বলারও দরকার পড়ে না। তবে অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন জানালেন, কেবল হোয়াইটওয়াশ নিয়েই ভাবছেন তারা। ‘জিম্বাবুয়েকে হালকাভাবে নেওয়ার কিছু নেই। ওরা ঘরের মাটিতে দুর্দান্ত। এজন্য আমরা বেশি মনোযোগ দিয়ে খেলছি। হয়তো অনেক সময় কষ্ট হয়ে যাচ্ছে ফল আনা, তারপরও আমরা শতভাগ দিয়ে চেষ্টা করছি। হোয়াইটওয়াশ করা আমাদের লক্ষ্য থাকবে। আমরা আমাদের প্রক্রিয়া ঠিক রাখতে পারলে ৩-০ তে জিতব আশা রাখি। এদিকে দুই ম্যাচেই একটা পর্যায়ে বেশ ভালো অবস্থায় ছিল জিম্বাবুয়ে। কিন্তু স্নায়ু চাপ সামলাতে পারেনি তারা।
হয়তো মনের জোরও বাংলাদেশের বেশি ছিল। সাইফ জানালেন, সুপার লিগের গুরুত্ব মাথায় রেখেই প্রতিটা ম্যাচে নিজেদের উজাড় করে দিচ্ছেন তারা। ছোটখাটো চোট পাত্তা পাচ্ছে না তাদের কাছে। এখানে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ, প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ। আমরা যেমন দেখছি, তামিম ভাই কিছুটা চোট নিয়েও খেলছে। কারণ, সুপার লিগের পয়েন্টের বিষয় আছে। আমাদের প্রতিটি ক্রিকেটারই এটা মাথায় নিয়ে খেলছে।

পূর্ববর্তী নিবন্ধগাড়িতে বসেই টিকা নিলেন খালেদা জিয়া
পরবর্তী নিবন্ধনতুন ২ মন্ত্রণালয় গঠনের সুপারিশ হাই কোর্টের