বৃষ্টিতে পণ্ড প্রিমিয়ার ক্রিকেটে লিগের মোহামেডান-রাইজিং স্টার ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৭ মে, ২০২৪ at ৯:১৩ পূর্বাহ্ণ

এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগটি বেশ জমে উঠেছে। কোন দল চ্যাম্পিয়ন হবে আর কোন দল নেমে যাবে তা বলা যাচ্ছেনা এখনো। অথচ এরই মধ্যে লিগের নবম রাউন্ড চলছে। যদিও নবম রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষে আবাহনী। আর পয়েন্ট তালিকার সবার নিচে সিটি কর্পোরেশন একাদশ। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল রাইজিং স্টার ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং ক্লাব। এই ম্যাচটি রাইজিং স্টার ক্লাবের চাইতে বেশি গুরুত্বপূর্ণ ছিল মোহামেডানের জন্য। কারণ আগের আট ম্যাচের মধ্যে কেবল একটি মাত্র ম্যাচে জিতেছে মোহামেডান। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি পণ্ড হয়ে যায়। ফলে দু দলকে পয়েণ্ট ভাগাভাগি করতে হয়। আর তাতে নয় ম্যাচ শেষে মোহামেডানের পয়েণ্ট দাঁড়াল ৪ আর রাইজিং স্টার ক্লাবের ১৩। গতকাল মাঠ খেলার অনুপযোগী থাকায় নির্ধারিত সময়ের অনেক পরেই শুরু হয় খেলাটি। ফলে ৫০ ওভারের পরিবর্তে ম্যাচটি নেমে আসে ৩৪ ওভারে। আর তাতে টসে জিতে ব্যাট করতে নামে মোহামেডান। কিন্তু ইনিংসের প্রথম বলেই ফিরে আসেন ইশরাত জাহান সাব্বির। দ্বিতীয় উইকেটে আবদুল্লাহ জিসান এবং ফজলে দাইয়ার যোগ করেন মাত্র ৬ রান। ৬ রান করে ফিরেন ফজলে দাইয়ান। এরপর জুটি গড়েন আবদুল্লাহ জিসান এবং সাকলাইন সজিব। দুজন মিলে ৪২ রান যোগ করেন। ৩৩ বলে ৩০ রান করে ফিরেন জিসান। ইশতিয়াক হোসেন এসে বেশিক্ষন সঙ্গ দিতে পারেননি সাকলাইন সজিবকে। তার আগেই ফিরেন সাকলাইন। তবে ফেরার আগে ৩৯ বলে ৩৩ রান করেন সাকলাইন। ইশতিয়াক ফিরেন ১৬ রান করে। ৯০ রানে ৫ উইকেট হারিয়ে যখন চাপে পড়ে মোহামেডান তখন হাল ধরেন শাহাদাত হোসেন এবং আরমান উল্লাহ। ৮১ রান যোগ করেন দুজন। ৪৭ বলে ৪৫ রান করে আরমান ফিরলে ভাঙ্গে এজুটি। তিন রান পর আহত হয়ে মাঠ ছাড়েন শাহাদাত হোসেন। তার ব্যাট থেকে আসে ৪২ বলে ৩৩ রান। শেষ পর্যন্ত র্নিধারিত ৩৪ ওভারে ১৯০ রান সংগ্রহ করে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

রাইজিং স্টার ক্লাবের পক্ষে ৩৭ রানে ৩টি উইকেট নিয়েছেন মাহফুজুল ইসলাম। ৩১ রানে ২টি উইকেট নিয়েছেন সজিবুল আলম। মোহামেডানের ইনিংসের পর রাইজিং স্টার ক্লাবের ইনিংস শুরুর যখন পরিকল্পনা গ্রহণ করছিল দু’দলের খেলোয়াড় এবং ম্যাচের আম্পায়াররা তখণই শুরু হয় বৃষ্টি। প্রথমে বৃষ্টি আর পরে প্রচন্ড ঘুর্নি ঝড়ে লন্ড ভন্ড হয়ে যায় সবকিছু। এরপর আর মাঠে গড়ায়নি খেলা। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। আর তাতেই এক পয়েণ্ট করে নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দু দলকে। আজকের ম্যাচে মুখোমুখি হবে পাইরেটস অব চিটাগাং এবং ফ্রেন্ডস ক্লাব। খেলাটি শুরু হবে সকাল ৯ টায়।

পূর্ববর্তী নিবন্ধনারী টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল শ্রীলংকা
পরবর্তী নিবন্ধটানা চার ম্যাচে হেরেছে বাংলার নারীরা