গাড়িতে বসেই টিকা নিলেন খালেদা জিয়া

| মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

অসুস্থতার কারণে গাড়িতে বসে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সোমবার বিকেল ৩টা ৫৬ মিনিটে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সামনে গাড়িতে বসে মডার্নার টিকা নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার চিকিৎসক টিমের সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মামুন, বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ। খবর বাংলানিউজের।
এর আগে বিকাল সাড়ে তিনটার দিকে গুলশান-২ এর বাসা থেকে খালেদা জিয়ার গাড়ি বহর হাসপাতালের দিকে রওয়ানা করে। তার গাড়ির সামনে পেছনে কড়া পুলিশ পাহারা ছিল। হাসপাতাল এলাকাও কড়া পুলিশি নজরদারিতে ছিল।
এর মধ্যে বিএনপির শতাধিক নেতাকর্মীর সেখানে ভিড় করেন। টিকা নিয়ে পুনরায় সাড়ে চারটার দিকে গুলশানের বাসায় পৌঁছেন খালেদা জিয়া। গত ৮ জুলাই সুরক্ষা ওয়েবসাইটে গিয়ে টিকার জন্য নিবন্ধন ফরম পূরণ করেন খালেদা জিয়া। নিবন্ধন ফরমে উল্লিখিত ফোনে এসএমএস করে সোমবার টিকা নেওয়ার তারিখ দেওয়া হয়।

পূর্ববর্তী নিবন্ধপারস্পরিক দূরত্ব মেনে আনন্দ উদযাপন করুন
পরবর্তী নিবন্ধ৩০ পয়েন্টের লক্ষ্যপূরণ করতে চায় টাইগাররা