২ হাজার ইয়াবাসহ হিজড়া গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শনিবার , ৫ নভেম্বর, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

দিনের আলোয় তিনি সবার কাছে ‘হিজড়া’। তবে রাত হলেই বদলে যায় তার রূপ। তখন তিনি হয়ে যান ‘মাদক সম্রাজ্ঞী’। দীর্ঘদিন এভাবেই পুলিশের চোখে ধুলা দিয়ে ইয়াবার কারবার চালিয়ে যাচ্ছিলেন হিজড়া পিংকি (২৬)। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছেন পুলিশের জালে। গত বুধবার রাত ১২টার দিকে নগরীর চান্দগাঁও থানার খেজুরতলা রেল গেইটের মগদেশ্বরী মন্দিরের পাশের বসতঘর থেকে ২ হাজার ইয়াবাসহ আটক হন তিনি। পিংকি রাঙ্গুনিয়া থানার নতুন গ্রামের মৃত গুরা মিয়ার সন্তান।
জানা যায়, হিজড়া হওয়ায় গ্রামে স্বীকৃতি না পেয়ে পিংকি চলে আসেন চট্টগ্রাম শহরে। থাকেন নগরীর চান্দগাঁও থানাধীন খেজুরতলা রেল গেইটস্থ একটি বসতঘরে। জীবিকা নির্বাহের তাগিদে বেছে নেন মাদক ব্যবসা। তাকে এ কাজে সহায়তা করতে আছে আরও ৫ থেকে ৭ জন হিজড়া।সিএমপির চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাঈনুর রহমান আজাদীকে বলেন, চান্দগাঁওয়ের খেজুরতলা রেল গেইটের মা মগদেশ্বরী মন্দিরের পশ্চিম পাশে পিংকির বসতঘরে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকাসহ দেশের বিভিন্ন স্থানের মাদক ব্যবসায়ী ও সেবনকারীর কাছে বেচাকেনা করে আসছিলেন।

পূর্ববর্তী নিবন্ধকাল থেকে পরীক্ষা, এখনও ঘরে ফেরেনি তূর্য
পরবর্তী নিবন্ধকদমতলীতে ৩ বস্তা গাঁজা উদ্ধার, যুবক গ্রেপ্তার