২০২২ সালে বাফুফের উন্নয়ন বাজেট ৪২ কোটি টাকা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ৫:৫৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বার্ষিক সাধারণ সভায় ফুটবলের উন্নয়নের জন্য ২০২২ সালের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪১ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে ১৭ কোটি টাকা ঘাটতি। এই অর্থ পৃষ্ঠপোষকদের কাছ থেকে পাওয়ার আশা করছে ঘরোয়া ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
শনিবার বাফুফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলররা গত বছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন দিয়েছেন। আর্থিক বিবরণীতে গত বছরের ব্যয় দেখানো হয়েছে ২৩ কোটি ২২ লাখ টাকা। আয় ছিল ১৫ কোটি ৬৭ লাখ টাকা।

পূর্ববর্তী নিবন্ধআর্টিস্টিক জিমন্যাস্টিক্সে বাংলাদেশের রূপা
পরবর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপ আজকের খেলা