আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে বাংলাদেশের রূপা

| রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ৫:৫৭ পূর্বাহ্ণ

সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে প্রথম রূপার পদক এনে দিয়েছেন রাজিব চাকমা। পরে একটি ব্রোঞ্জও জিতেছেন এই জিমন্যাস্ট। শনিবার পুরুষ (জুনিয়র) ব্যক্তিগত ফ্লোর এক্সারসাইজে ১২.১০ স্কোর গড়ে রূপা জেতেন রাজিব। এরপর ভল্টিং টেবিলে ব্রোঞ্জ পান তিনি। পদকের লড়াইয়ে ভারতীয় প্রতিপক্ষকে দশমিক ০৪ পয়েন্টে হারিয়ে রূপা জেতেন রাজিব। এ ইভেন্টে উজবেকিস্তানের বয়সারভ আলিশের (১২.৫০) সোনা ও ভারতের প্রনব কুশওয়াহা (১২.০৬) ব্রোঞ্জ পেয়েছেন। এ নিয়ে চতুর্থ পদক পেল বাংলাদেশ।
দ্বিতীয় দিনে মেয়েদের ব্যক্তিগত ভল্টিং টেবিল ইভেন্টে ১২.৪২ স্কোর গড়ে তৃতীয় হন বনফুলি চাকমা। প্রথম দিনে পুরুষদের (জুনিয়র) অল অ্যারাউন্ড ইভেন্টের দলগত ব্রোঞ্জ জিতেছিলেন বাংলাদেশের চার প্রতিযোগী প্রেন্থই ম্রো, রাজিব, সাজিদ হক ও আবু সাঈদ রাফি।
পুরুষ জুনিয়র ভল্টিং টেবিলে ১৩.৫০ স্কোর করে উজবেকিস্তানের খুমোইয়ান সোনা, ভারতের প্রনব কুশওয়াহা ১২.২৬৭ স্কোর করে রূপা এবং সমান ১২ করে স্কোর করায় ব্রোঞ্জ পদক জয় করেন বাংলাদেশ, ভারত ও উজবেকিস্তানের প্রতিযোগীরা।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের সেমিফাইনাল সমীকরণ
পরবর্তী নিবন্ধ২০২২ সালে বাফুফের উন্নয়ন বাজেট ৪২ কোটি টাকা