১৯ বছরে সিসিমপুর

| মঙ্গলবার , ১৬ এপ্রিল, ২০২৪ at ৭:০২ পূর্বাহ্ণ

প্রাকপ্রাথমিক ও প্রাথমিক পর্যায়ের শিশুদের শেখাকে আনন্দদায়ক ও উপভোগ্য করার লক্ষ্য নিয়ে ‘সিসিমপুর’ নামে যে কার্যক্রমের প্রচার শুরু হয়েছিল ২০০৫ সালে, তা পূর্ণ করল ১৯ বছর। বাংলাদেশে কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিসিমপুরের প্রথম প্রচারের দিন হিসেবে প্রতি বছর ১৫ এপ্রিল সিসিমপুর দিবস হিসেবে উদযাপন করা হয়। খবর বিডিনিউজের। সিসিমপুর তার টেলিভিশন অনুষ্ঠান, মুদ্রিত বিভিন্ন উপকরণ এবং স্কুলভিত্তিক কার্যক্রম ও কমিউনিটি কার্যক্রমের মাধ্যমে শিশুদের শিখন দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। যেমনবর্ণ চেনা, শব্দ থেকে বর্ণ চিহ্নিত করা, বর্ণ দিয়ে শব্দ মেলানো, শব্দ দিয়ে বাক্য তৈরি করতে সাহায্য করে। তিনটি টেলিভিশনের মাধ্যমে সারা দেশের প্রায় এক কোটি দর্শক অনুষ্ঠানটি উপভোগ করছেন। প্রতি বছর অমর একুশে বইমেলায় শিশুদের কাছে অন্যতম আকর্ষণের বিষয়ে পরিণত হয়েছে সিসিমপুর। মেলায় প্রতি শুক্রশনি আর ছুটির দিনগুলোতে ইকরি, হালুম, টুকটুকি আর শিকুর সঙ্গে মজার সময় কাটাতে শিশুদের ঢল নামে। ওয়ার্কশপ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলম বলেন, ১৯ বছর ধরে শিশুতোষ অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে তিন থেকে আট বছর বয়সী শিশুর প্রারম্ভিক শিক্ষার চাহিদা পূরণের লক্ষ্যকে সামনে রেখে। সেইসঙ্গে সিসিমপুরের লক্ষ্য শিশুর পিতামাতা, যত্নকারী এবং শিক্ষকরাও।

পূর্ববর্তী নিবন্ধ‘কোক স্টুডিও বাংলা’য় জয়া আহসান
পরবর্তী নিবন্ধঅকালে চলে গেলেন ‘আদম’ সিনেমার নির্মাতা আবু তাওহীদ হিরণ