১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ২১ বছর পর গ্রেফতার

| বুধবার , ১৭ এপ্রিল, ২০২৪ at ২:৩৪ অপরাহ্ণ

অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মনিরুল আলম প্রকাশ মিনার (৪৩)কে দীর্ঘ ২১ বছর পর ফেনী থেকে গ্রেফতার করেছে র্য্যাব-৭। বুধবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে র্য্যাব-৭ এর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এরআগে গতকাল রাতে ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ফেনী জেলার পূর্ব উকিলপাড়ার মৃত দিদারুল আলমের ছেলে মনিরুল আলম।

র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার আজাদীকে বলেন, সে অস্ত্র মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত পলাতক আসামি। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে, মামলা রুজু হওয়ার পর হতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী থেকে গ্রেফতার এড়াতে নিজের নাম-ঠিকানা পরিবর্তন করে ফেনী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশে ঢুকল মিয়ানমারের আরও ৪৬ বিজিপি সদস্য
পরবর্তী নিবন্ধপটিয়ায় হাসপাতালের চিকিৎসকের উপর হামলার ঘটনায় গ্রেফতার ১