১১ সেপ্টেম্বর চট্টগ্রামের সকল স্বর্ণের দোকান বন্ধ

ব্যবসায়ী বিমান ধর হত্যার প্রতিবাদ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৪৮ পূর্বাহ্ণ

পটিয়ায় বাড়ি ফেরার পথে স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে কুপিয়ে ও গলা কেটে হত্যার প্রতিবাদে আগামী ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের সকল স্বর্ণের দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) চট্টগ্রাম জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৪টায় চট্টগ্রাম জেলা শাখার বাজুস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলা সভাপতি মৃণাল কান্তি ধর বলেন, স্বর্ণ ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখে। তারা সরকারকে যথাসময়ে সবধরনের কর পরিশোধ করে। পটিয়ার স্বর্ণ ব্যবসায়ী বিমান ধর একজন সৎ ব্যবসায়ী ছিলেন। তাকে কেন হত্যা করা হলো সেটা আমরা জানি না। তার কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল বা স্বর্ণালঙ্কার কিছুই খোয়া যায়নি; নেয়নি। এতে ধারণা করছি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরকে হত্যার প্রতিবাদে আগামী ১১ সেপ্টেম্বর চট্টগ্রামের সকল স্বর্ণের দোকান বন্ধ থাকবে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে জঙ্গলখাইন ইউনিয়নের লড়িহরা নিজ গ্রামে ফেরার পথে দুর্বৃত্তের হাতে খুন হন স্বর্ণ ব্যবসায়ী বিমান ধর। তবে তাকে কারা কী কারণে হত্যা করেছে এ বিষয়টি তদন্ত করছে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধগণআন্দোলনকে দমানোর শক্তি আওয়ামী লীগের নেই
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর সমাধিতে এমপি কমলের শ্রদ্ধা নিবেদন