১০০ বছরের রেকর্ড ভাঙল সাংহাইয়ের তাপমাত্রা

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

১০০ বছরের বেশি সময়ের মধ্যে মে মাসে সবচেয়ে উত্তপ্ত দিন পার করল সাংহাই। আবহাওয়া দপ্তর এতথ্য জানিয়েছে। সাংহাইয়ের আবহাওয়া দপ্তর তাদের অফিসিয়াল উইবো একাউন্টে জানায়, গতকাল সোমবার স্থানীয় সময় দুপুর ১টা ৯ মিনিটে জুজিয়াহুই মেট্রো স্টেশনে তাপমাত্রা ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছিল। তাপমাত্রা মে মাসে সর্বোচ্চ তাপমাত্রার ১০০ বছর পুরোনো রেকর্ড ভেঙে দিয়েছে। একইদিন বিকালে সাংহাইয়ের মেট্রো স্টেশন এলাকার তাপমাত্রা আরও বেড়ে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। ফলে শহরটির সর্বোচ্চ তাপমাত্রার পুরোনো রেকর্ড ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসের তুলনায় নতুন রেকর্ড দাঁড়ায় পুরো এক ডিগ্রি সেলসিয়াস বেশি। খবর বিডিনিউজের।

এর আগে ১৮৭৬, ১৯০৩, ১৯১৫ এবং ২০১৮ সালে মোট চারবার সাংহাইয়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। বিজ্ঞানীরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণে আবহাওয়া ক্রমেই প্রতিকূল হয়ে উঠছে। বহু দেশই এখন প্রাণঘাতী তাপমাত্রা এবং দাবদাহের কবলে পড়ছে। সমপ্রতি কয়েক সপ্তাহে দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়াতে তাপমাত্রার নতুন রেকর্ড হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৪.১৫ কোটি টাকা
পরবর্তী নিবন্ধমস্কোয় বেলারুশের প্রেসিডেন্টের অসুস্থতা নিয়ে ছড়াচ্ছে গুঞ্জন