মস্কোয় বেলারুশের প্রেসিডেন্টের অসুস্থতা নিয়ে ছড়াচ্ছে গুঞ্জন

| মঙ্গলবার , ৩০ মে, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ

এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো বড় সংবাদমাধ্যম এ সংক্রান্ত খবর প্রকাশ করেনি। মস্কোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর পরই বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো ‘গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন’ এবং তাকে সেখানেই একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে টুইটে দাবি করেছেন দেশটির বিরোধী নেতা ভ্যালেরি সেপকালো। সেপকালো এ বিষয়ে টুইটারে একাধিক পোস্ট দিয়েছেন এবং ওইসব পোস্টের বরাত দিয়ে ডেইলি মিরর এবং নিউজউইক খবর প্রকাশ করেছে। তবে এখন পর্যন্ত আন্তর্জাতিক কোনো বড় সংবাদমাধ্যম এ সংক্রান্ত খবর প্রকাশ করেনি। বেলারুশের বিরোধী নেতা সেপকালো ২০২০ সালে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। টুইটে সেপকালো লেখেন, এখন পর্যন্ত আমাদের কাছে থাকা তথ্যানুযায়ী, যদিও এ বিষয়ে আরো নিশ্চিত হওয়ার প্রয়োজন, পুতিনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে লুকাশেঙ্কোকে জরুরি ভিত্তিতে মস্কোর সেন্ট্রাল ক্লিনিক্যাল হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বেলারুশে পরমাণু অস্ত্র স্থাপনের ঘোষণা পুতিনের বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে, তার অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসার জন্য শীর্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের ডেকে আনা হয়েছে। লুকাশেঙ্কোর রক্ত পরিশোধন করা হয়েছে এবং তার অবস্থা সম্ভবত এতটাই খারাপ যে তাকে স্থানান্তর করা যাচ্ছে না।

ক্রেমলিন লুকাশেঙ্কোকে বিষ প্রয়োগে জড়িত ছিল, এই গুঞ্জন বন্ধ করতেই হয়তো বেলারুশীয় স্বৈরশাসককে বাঁচানোর সাজানো প্রচেষ্টা দেখানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধ১০০ বছরের রেকর্ড ভাঙল সাংহাইয়ের তাপমাত্রা
পরবর্তী নিবন্ধদলে ভাঙনের পরও ক্ষমতার জন্য আন্দোলন চলবে : ইমরান খান