হোল্ডিং ট্যাক্স আদায়ে চসিকের ভ্রাম্যমাণ আদালত

দুই ভবনের বকেয়া ৯ লাখ ৩৫ হাজার টাকা আদায়

আজাদী প্রতিবেদন | সোমবার , ৩১ মে, ২০২১ at ১১:২৩ পূর্বাহ্ণ

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নগরের দেওয়ান বাজার এলাকা থেকে ৯ লাখ ৫৭ হাজার ৫০২ টাকা বকেয়া হোল্ডিং ট্যাক্স (পৌরকর) ও ট্রেড লাইসেন্স ফি আদায় করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এবং স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস অভিযানে নেতৃত্ব দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভিযানে রাজস্ব সার্কেল-৩ আওতাধীন দুটি ভবনের দীর্ঘদিনের বকেয়া বাবদ ৯ লাখ ৩৫ হাজার ৭২২টাকা আদায় করা হয়। একই অভিযানে দিদার মার্কেট এলাকায় বকেয়া ট্রেড লাইসেন্স ফি বাবদ ২১ হাজার ৭৮০টাকা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে অগ্নিদুর্গতদের মাঝে আর্থিক সহায়তা
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ