হাটহাজারীতে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৩১ মে, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

হাটহাজারীতে প্রশাসনের হস্তক্ষেপে ৮ম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। গত শুক্রবার ৩নং মির্জাপুর ইউনিয়নে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রহুল আমিন।
ইউএনও রহুল আমিন বলেন, গত শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর ওবায়দুল্লা নগর জুনিয়র উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীর বিয়ের খবর পাই। বিষয়টি অবহিত হয়ে বিকাল সাড়ে চারটায় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের স্কার্ট কলোনি এলাকায় যায়। সেখানে গিয়ে দেখি ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর সাথে একই ইউনিয়নের চারিয়া ৯ নং ওয়ার্ডের কচুয়া পাড়ার হাবিবুর রহমানের বিয়ের প্রস্তুতি চলছিল। এসময় এ বিয়ে বৈধ নয় বলে বরের বড় ভাই ও কনের বাবাকে বুঝায়।

পূর্ববর্তী নিবন্ধহোল্ডিং ট্যাক্স আদায়ে চসিকের ভ্রাম্যমাণ আদালত
পরবর্তী নিবন্ধপ্রতিবন্ধীদের পাশে লায়ন্স ক্লাব অব চিটাগং সীতাকুণ্ড