হোমিওপ্যাথিক পেশাজীবী চিকিৎসক পরিষদের সভা

| সোমবার , ৫ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৮ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌরসভার কাচারী রোড়, বাহোপ অস্থায়ী কার্যালয়ে গত শুক্রবার সকাল ১০টায় সম্মিলিত হোমিওপ্যাথিক পেশাজীবী চিকিৎসক পরিষদের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। হোমিওপ্যাথি পরিষদ বাহোপ হাটহাজারী উপজেলার সভাপতি অধ্যাপক ডা. ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা. এমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হোমিওপ্যাথি বোর্ড চট্টগ্রাম বিভাগীয় সরকার প্রতিনিধি ও স্টিয়ারিং কমিটির সমন্বয়ক ডা. একেএম ফজলুল হক সিদ্দিকী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যাপক ও স্টিয়ারিং কমিটির সদস্য অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মো. সেলিম, ডা. আবদুল্লাহ আল মহসিন, ডা. শওকত ইমরান, ডা. এম এ সোবাহান, ডা. মনিরুল ইসলাম, ডা. শাহ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ডা. বলায় চাঁদ রুদ্র, ডা. মোহাম্মদ জানে আলম, ডা. নিজাম উদ্দিন সালমুন, ডা. শফিউল আলম, ডা. শাহাদাত হোসেন, ডা. এইচ এম ওমর ফারুক, ডা. রনি বড়ুয়া, ডা. মোহাম্মদ আবু সিদ্দিক, ডা. জয়নাল আবেদীন, ডা. আবু হানিফ, ডা. এরশাদুল আলম, ডা. ফয়েজ উল্লাহ আল ফারুক, ডা. মো. এমদাদুল্লাহ ও ডা. শাহ আলম।
সভায় কেন্দ্র ঘোষিত হোমিওপ্যাথি স্বার্থ সংরক্ষণ জাতীয় কমিটি ঘোষিত কর্মসূচি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ও হাটহাজারী উপজেলা কমিটি গঠনকল্পে ডা. এমরানকে আহ্বায়ক, ডা. আব্দুল্লাহ আল মহসিনকে যুগ্ম আহ্বায়ক এবং ডা. ফয়েজ উল্লাহ আল ফারুককে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মকে রবীন্দ্র-নজরুল প্রেরণায় উজ্জীবিত করতে হবে
পরবর্তী নিবন্ধকলেজিয়েট স্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে প্রচারণা কর্মসূচি শুরু