হীরক উপাধি তুমিই বঙ্গবন্ধু

জাহানারা মুন্নী | রবিবার , ১৪ আগস্ট, ২০২২ at ৬:০৩ পূর্বাহ্ণ

বিশ্ব মানচিত্রে আমাদের লাল সবুজের দেশ
লক্ষ প্রাণের দানে অর্জিত অমৃত বাংলাদেশ।

ভেসে আসে বাংলার আকাশ বাতাস ধেয়ে
বজ্রকণ্ঠ ধ্বনি-প্রতিধ্বনি আসে ওই ছুটে,
শোনা যায় সাহসী বীরের ডাক দূর বহুদূর অবধি
সমুদ্র তরঙ্গের ন্যায় উত্তাল জনতার ঢেউ টুটে।

কঠোর ভয়ানক বন্দিত্বের শৃঙ্খল বারবার
অন্ধকার কারাগৃহে মৃত্যুর হাতছানি আর,
নির্ঘুম দুচোখে তাঁর রক্তাক্ত বাংলার দৃশ্য
জাগরিত জনতার সংগ্রামী প্রতিচ্ছবি
শত্রুর কারাগার সেথায় নিছক অদৃশ্য।

জন্মান্তরের কোটি জনতার ভালবাসায়
দুচোখে তাহার সোনার দেশের মাটি
তোমার শপথে ফিরে যাবো বাংলায়।

একজন মুজিবুর নাম, হীরক উপাধি তুমিই বঙ্গবন্ধু
পৃথিবীর ইতিহাসে চেতনার আবক্ষে সৃষ্টির উল্লাসে
মানসপটে পতাকা বাংলাদেশ বাংলার বর্ণমালায়
কোটি প্রাণে লাল সবুজ মানচিত্রে ফিরে ফিরে আসে।

পূর্ববর্তী নিবন্ধ১৫ই আগস্ট
পরবর্তী নিবন্ধদেশ হতে দেশান্তরে